18001208243

LB-2, Sector-III, Ground Floor, Salt Lake City, Kolkata- 700106

icon icon icon icon icon icon icon

শুধুমাত্র বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের আবাসিক এবং পুরুষ প্রার্থীদের প্রশিক্ষণের জন্য আবেদন পত্র “অর্থকরী ডিম পাড়া মুরগীর খামার প্রতিপালন ও ব্যবস্থাপনা” -এর বিষয়ে সার্টিফিকেট কোর্স (২৪ দিন দীর্ঘ), স্থান অ্যাকাডেমি অফ অ্যানিমেল রিসোর্সেস ম্যানেজমেন্ট, বড় জাগুলি, নদীয়া, সময়সীমা: ১১/১১/২০২৪ থেকে ০৪/১২/২০২৪ পর্যন্ত

শুধুমাত্র বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের আবাসিক প্রার্থীদের প্রশিক্ষণের জন্য আবেদন পত্র

শুধুমাত্র পুরুষ প্রার্থীদের প্রশিক্ষণের জন্য “অর্থকরী ডিম পাড়া মুরগীর খামার প্রতিপালন ও ব্যবস্থাপনা”-এর বিষয়ে সার্টিফিকেট কোর্স (২৪ দিন দীর্ঘ)

অ্যাকাডেমি অফ অ্যানিমেল রিসোর্সেস ম্যানেজমেন্ট, বড় জাগুলি, নদীয়া সময়কাল : ১১/১১/২০২৪ থেকে ০৪/১২/২০২৪ পর্যন্ত

পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম (WBLDCL)

___________________________________________________________________________________________________

  • কোর্সের সময়কাল: ২৪ দিন দীর্ঘ:- (১১/১১/২০২৪ থেকে ০৪/১২/২০২৪পর্যন্ত)
  • অংশগ্রহণকারী/যোগ্যতা: পশ্চিমবঙ্গের নিবাসী – ভারতীয় নাগরিক, ন্যূনতম মাধ্যমিক পাশ, শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন এবং শুধুমাত্র শুধুমাত্র বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের নিকটবর্তী প্রার্থীদের আবেদন গ্রহনযোগ্য হবে । 
  • বয়স: ১৮ থেকে ৪০। প্রার্থীদের নির্বাচন হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে।
  • আসন: ৩০ টি আসন।
  • নিবন্ধন মূল্য: ₹ ৮,১০৯.০০ টাকা (আট  হাজার একশত নয় টাকা মাত্র) [**থাকা, খাওয়া ও প্রশিক্ষণের সর্বমোট মূল্য]

 

  • এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য :-

১. বানিজ্যিক মুরগির ডিম শিল্পের প্রাথমিক ধারনা।

২. পোল্ট্রি পাখির প্রজাতি পরিচয়।

৩. ডিমপাড়া মুরগীর প্রজাতি।

৪. শারীর গঠন।

৫. শারীরবৃত্তিয় প্রক্রিয়ার বর্ণনা।

৬. খামারবাড়ির নকশা।

৭. আধুনিক খামার পরিকল্পনা।

৮. যন্ত্র ও যন্ত্রাংশ।

৯. ডিমপাড়া মুরগীর উপর আবহাওয়ার প্রভাব।

১০. ডিম ফোটানোর জন্য ব্যবস্থাপনা ।

১১. বাড়ন্ত মুরগীর পরিচয়।

১২. ডিম দেওয়া পাখির পরিচর্যা।

১৩. খামারঘরে আলোর নিয়ন্ত্রণ।

১৪. পানীয় জল ও লিটার ব্যবস্থাপনা।

১৫. ব্রিডার ম্যানেজমেন্ট।

১৬. দৈনিক তথ্য নিবন্ধিকরণ।

১৭. লেয়ার পাখির পুষ্টি।

১৮. খামারের জৈব-সুরক্ষা।

১৯. পাখির শব ব্যবচ্ছেদ।

২০. লেয়ার পাখিসর রোগ ও সংক্রমণ।

২১. শিক্ষামূলক ভ্রমণ |

  • কীভাবে আবেদন করবেন: আবেদনের নিয়মাবলি : আবেদনের জন্য https://wbldc.in ওয়েবসাইটে গিয়ে AARM পেজ এ গিয়ে, কোর্স টাইপFarm ManagementCertificate Course on Commercial Layer Farm Management” মধ্যে-এ ফর্মটি ভরতে হবে। তথ্য যাচাইয়ের পরে নির্বাচিত ব্যক্তিকে SMS এর মাধ্যমে অথবা e-mail মারফত কোর্স ফি জমা করার লিঙ্ক পাঠানো হবে। কোর্স ফি জমা হওয়ার পরে নির্বাচিত ব্যক্তির প্রার্থীতা নিশ্চিত হবে।
  • নির্বাচন: প্রার্থীদের নির্বাচন হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। বাছাই কমিটি সিদ্ধান্ত পূর্ণ ও চূড়ান্ত। নির্বাচিত প্রার্থীদের ফেরত ইমেলের মাধ্যমে ব্যক্তিগত ভাবে জানানো হবে, যেমনটি যথাযথ ভাবে পূরণ করা ফর্মে দেওয়া হয়েছে ।
  • আবেদন গ্রহণের শেষ তারিখ ও সময়: ০৭/১০/২০২8 পর্যন্ত
  • নির্বাচিত প্রার্থীদের ফি/নিবন্ধন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ২৪/১০/২০২৪ পর্যন্ত

শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবেন

শুধুমাত্র শুধুমাত্র বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের নিকটবর্তী প্রার্থীদের আবেদন গ্রহনযোগ্য হবে

চূড়ান্ত নির্বাচন যাচাই কমিটির অনুমোদন সাপেক্ষ। কোন একজন ব্যক্তির জন্য শুধুমাত্র একটি ফোন নং ব্যবহার করা যাবে। এক-পরিবারের একাধিক আবেদনকারী প্রশিক্ষনের জন্য আবেদন করলে আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করা বাধ্যতামুলক। আবেদন করার সময় প্রতিটি বিষয় নিখুঁতভাবে দেখে করতে হবে। অন্যথায় ভুল তথ্য দেওয়ার জন্য শংসাপত্রে ভুল থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়।**

 

@ যেকোনো প্রশ্নের জন্য আমাদের কল করুন @

|| ☏ +91 8942823712 || ☏ +91 8327688965 || ☏ +91 6292340641 ||

@ যেকোনো প্রশ্নের জন্য আমাদের ই-মেইল করুন @

|| 📧 aarm@wbldc.in বা aarmtraining@gmail.com 📧 ||

Continue with your Application


Primary Locations

Blog

Read the latest blogs to make a healthier & better difference in your food habits

27 Apr 2021

Haringhata® Meat Franchise – A Profitable ...

Starting a new business has always been a tough decision for any individual. There are so many th...

Read more
27 Apr 2021

Why is there a Growing Demand in Frozen Me...

There are so many factors leading to the rising demand of frozen meat and frozen food as a whole....

Read more
27 Apr 2021

7 Healthy and Delicious Non-Conventional M...

Did you know that the people of West Bengal have a huge appetite for non-conventional meat? In fa...

Read more
8 Apr 2021

100% SAFE & HYEGINIC CHICKEN from Har...

As India has reported bird flu cases in several states, government is on high alert. An advisory ...

Read more