আবাসিক প্রশিক্ষণের জন্য আবেদন পত্র
“ছাগল ও ভেড়া প্রতিপালন, ব্যবস্থাপনা এবং উদ্যোগপতিত্ত্ব প্রশিক্ষণ -এর বিষয়ে সার্টিফিকেট কোর্স (0৫ দিন দীর্ঘ)”
অ্যাকাডেমি অফ অ্যানিমেল রিসোর্সেস ম্যানেজমেন্ট (এআরএম), বড় জাগুলি, নদীয়া সময়সীমা: ২৩-এ সেপ্টেম্বর থেকে ২৭-এ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত
পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম (WBLDCL)
___________________________________________________________________________________________________
- কোর্সের সময়কাল: 0৫ দিন দীর্ঘ: ২৩-এ সেপ্টেম্বর থেকে ২৭-এ সেপ্টেম্বর, ২০২৪ পর্যন্ত।
- অংশগ্রহণকারী/যোগ্যতা: পশ্চিমবঙ্গের নিবাসী – ভারতীয় নাগরিক, ন্যূনতম মাধ্যমিক পাশ। (নির্বাচন পদ্ধতি- আগে সঠিকভাবে আবেদন করলে আগে পাবেন ভিত্তিতে)
- বয়স: বয়েসের কোন বাধা নেই (সর্বাধিক ৬০ বছর বয়স পর্যন্ত)।
- আসন: ৬০ টি আসন।
- নিবন্ধন মূল্য: ₹ ২,০১২.০০/- টাকা (দুই হাজার বারো টাকা মাত্র) **থাকা, খাওয়া ও প্রশিক্ষণের সর্বমোট মূল্য।
- এই কোর্সের প্রধান বৈশিষ্ট্য :-
১. বিভিন্ন প্রজাতির ছাগল ও ভেড়ার পরিচয়।
২. দেহ গঠন।
৩. শারীরবিদ্যা।
৪. পুষ্টি।
৫. প্রজননের সময় নির্বাচন।
৬. কৃত্তিম প্রজনন।
৭. খামার ব্যাবস্থাপনা।
৮. বাচ্চার যত্ন।
৯. খামার অর্থনীতি।
১০. খামার বর্য্য ব্যবস্থাপনা।
১১. প্রাথমিক চিকিতসা ও চিরাচরিত উপায়ে চিকিৎসা।
১২. সরকারি প্রকল্পের সুবিধা সম্পর্কে ধারনা।
১৩. মাংস ও অন্যান্য উৎপাদের বানিজ্য।
- কীভাবে আবেদন করবেন: আবেদনের নিয়মাবলি : আবেদনের জন্য https://wbldc.in ওয়েবসাইটে গিয়ে AARM পেজ এ গিয়ে, কোর্স টাইপ “Farm Entrepreneurship – Certificate Course on Sheep and Goat training and Entrepreneurship development” মধ্যে-এ ফর্মটি ভরতে হবে। তথ্য যাচাইয়ের পরে নির্বাচিত ব্যক্তিকে SMS এর মাধ্যমে অথবা e-mail মারফত কোর্স ফি জমা করার লিঙ্ক পাঠানো হবে। কোর্স ফি জমা হওয়ার পরে নির্বাচিত ব্যক্তির প্রার্থীতা নিশ্চিত হবে।
- নির্বাচন: প্রার্থীদের নির্বাচন হবে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে। বাছাই কমিটি সিদ্ধান্ত পূর্ণ ও চূড়ান্ত। নির্বাচিত প্রার্থীদের ফেরত ইমেলের মাধ্যমে ব্যক্তিগত ভাবে জানানো হবে, যেমনটি যথাযথ ভাবে পূরণ করা ফর্মে দেওয়া হয়েছে ।
- আবেদন গ্রহণের শেষ তারিখ ও সময়: ০৬/০৯/২০২8 পর্যন্ত।
- নির্বাচিত প্রার্থীদের ফি/নিবন্ধন মূল্য জমা দেওয়ার শেষ তারিখ ও সময়: ১৮/০৯/২০২৪ পর্যন্ত ।
চূড়ান্ত নির্বাচন যাচাই কমিটির অনুমোদন সাপেক্ষ । কোন একজন ব্যক্তির জন্য শুধুমাত্র একটি ফোন নং ব্যবহার করা যাবে। এক-পরিবারের একাধিক আবেদনকারী প্রশিক্ষনের জন্য আবেদন করলে আলাদা আলাদা মোবাইল নাম্বার দিয়ে নিবন্ধন করা বাধ্যতামুলক । আবেদন করার সময় প্রতিটি বিষয় নিখুঁতভাবে দেখে করতে হবে। অন্যথায় ভুল তথ্য দেওয়ার জন্য শংসাপত্রে ভুল থাকলে কর্তৃপক্ষ দায়ী নয়।**
@ যেকোনো প্রশ্নের জন্য আমাদের কল করুন @
|| ☏ +91 8942823712 ||
@ যেকোনো প্রশ্নের জন্য আমাদের ইমেইল করুন @
|| 📧 aarmtraining@gmail.com 📧 ||
Continue with your Application